দেশজুড়ে

ধীমান দাসকে হত্যা প্রচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন

শিমুল, দিনাজপুর প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় গুরুত্ব আহত দিনাজপুর খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাসকে হত্যা প্রচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুলাই উপজেলার ডাক বাংলোর সম্মুখ সড়ক উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রভাষক জীতেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সুকুমার রায়, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌরহরি বর্মণ, দিনাজপুর জেলা শাখার সভাপতি চিত্ররঞ্জন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ খানসামার সভাপতি জীতেন্দ্রনাথ রায় ও সাধারন সম্পাদক তুষার চন্দ্র রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ জুন উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘের মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতিকারী কর্তৃক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাসের উপর প্রাণনাশী হামলা হয়। এ হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

 

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button