আন্তর্জাতিক

ভারতে ১২৫ দিন পর ৩০ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ

১২৫ দিন পর ভারতের দৈনিক কোভিড সংক্রমণ ৩০ হাজারের ঘরে নেমেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন।

সংক্রমণের পাশাপাশি করোনার জেরে দৈনিক মৃত্যুও কমছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। ৩১ মার্চের পর প্রথমবার একদিনে মৃতের সংখ্যা এতটা কমেছে। গোটা অতিমারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৪৮২ জন।

ভারতে যত লোক নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সুস্থ হয়ে ওঠায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৬ হাজার ১৩০ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button