সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনুন: শেখ ফজলে বারী মাসউদ

0
106

বর্তমান সরকার বিভিন্ন কৌশলে জাতিকে বাকরুদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

আজ ২০ মে ২০২১ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শেখ ফজলে বারী মাসউদ বলেন; বর্তমান সরকার ক্ষমতা দখলের পর রাজনীতিতে বিরোধী পক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের বাকরুদ্ধ করার জন্য নানা কৌশল অবলম্বন করে আসছে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ বলি হয়েছেন প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ ও সাহসী সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্যখাতের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট করায় অসাধু দুর্নীতিবাজ আমলাদের আক্রোশের শিকার হতে হয়েছে রোজিনা ইসলামকে। সচিবালয়ের মত জায়গায় একজন সাংবাদিকের সাথে যে আচরণ করা হয়েছে তা দেখে পুরো বাঙ্গালী জাতি বিস্মিত। জাতি আজ এই গর্হিত কাজের জন্য লজ্জিত। একজন নারী সাংবাদিককে আটক রেখে শারিরিক ও মানসিক হেনস্তার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন; এদেশের আমলাদের পর্দা, বালিশ, নারিকেল গাছ কান্ড সহ পুকুর ডাকাতির মত চুরি ও দুর্নীতির খবর জাতির কাছে গত ১ যুগ ধরে দিনের আলোর মত পরিষ্কার। সুতরাং দূর্নীতিবাজ আমলাদের থেকে সচিবালয় ও দেশকে নিরাপদ করতেই সাহসি রোজিনা ইসলামের মত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব। সাংবাদিক লাঞ্চনা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তদন্ত করে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।