বিরামপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
105

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকদ্রব্য বিক্রি, সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, করোনার ভ্যাক্সিন গ্রহণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, ইউনিয়ন পরিষদ চেয়াম্যানবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির অনান্য সদস্যগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।