মাকরান উপকূলে নতুন মহড়া শুরু করল ইরানের সেনাবাহিনী

0
103

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাকরান উপকূলে আজ (মঙ্গলবার) থেকে নতুনকরে মহড়া শুরু করেছে সেনাবাহিনী। এ মহড়া চালােচ্ছ সেনাবাহিনীর পদাতিক ইউনিট। ‘শক্তিমত্তা-৯৯’ মহড়ায় সেনাবাহিনীর বিমান ও হেলিকপ্টার ইউনিট সর্বাত্মক সহযোগিতা করছে।

ইরানের সেনাবাহিনী বলেছে, তারা পদাতিক ইউনিটের যুদ্ধপ্রস্তুতির মূল্যায়ন করতে এবং যেকোনো হুমকির মোকাবেলায় দক্ষতা আরও বাড়াতে এই মহড়ার আয়োজন করেছে।

সেনাবাহিনীর এয়ারবর্ন ব্রিগেডের ছত্রীসেনারা আজ হেলিকপ্টার ও বিমান থেকে কল্পিত শত্রুর অবস্থানে অবতরণের অনুশীলন করেছে। এ সময় আকাশে অন্যান্য বিমানের মহড়াও লক্ষ্য করা যায়।

এছাড়া আজ ট্যাংকের সাহায্যে কল্পিত শত্রুর প্রতিরক্ষা ব্যুহ ভেঙে দেয় পদাতিক বাহিনীর চৌকস সেনারা।

ইরান চলতি মাসে একাধিক সামরিক মহড়ার আয়োজন করেছে। এর মধ্যদিয়ে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতি ও দৃঢ়তা ফুটে উঠছে। পার্সটুডে