কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এর ভিন্ন রকম ঈদ উদযাপন

0
125

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব এর কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এবারের ঈদ-উল-ফিতর ভিন্নভাবে উদযাপিত হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনীর সদস্যরা নিজ নিজ কর্মস্থলে এবারের ঈদ পালন করছে।

করোনাজয়ী সম্মুখ যোদ্ধা পুলিশ সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কাজী মাইনুল ইসলাম, পিপিএম। ২৫মে সোমবার সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা কলেজ মাঠে এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মডেল থানার অপারেশন অফিসার জনাব আসাদুজ্জামান টিটু ও কেরানীগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক জনাব আলতাফ হোসেন মিন্টু। এসময় উপস্থিত করোনাজয়ী ৩৫ জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সুস্থ হয়ে ফিরে আসা সদস্যরা জানান,আমরা অসুস্থ থাকা কালীন সময়ে আমাদের পুলিশ সুপার মহোদয়, মডেল থানার ওসি মহোদয় আমাদের ও বাসার নিয়মিত খোঁজ খবর নিয়েছেন।আমাদের মনোবল দৃঢ় করতে সাহস যুগিয়েছেন।আমরা এখন সুস্থ্য আবার দেশের সেবা করতে প্রস্তত।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন,শুধু কেরানীগঞ্জের মানুষকে সচেতন করতে গিয়ে আমার থানার পুলিশ সদস্যরা সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে।তবে আল্লাহর রহমতে এরা সবাই সুস্থ হয়ে ফিরে এসেছে।

আমার পুলিশ সদস্যরা আক্রান্ত হলেও তাদের মনোবল ছিলো দৃঢ়।তারা আবার ৭১ এর মুক্তিযুদ্ধের মতো দেশপ্রেম নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করবে।