ভোলা ইলিশার আগুণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মইনুল হোসেন বিপ্লব

0
108

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের জংশন বাজারে আগুণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর ও সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে এসে লঞ্চ থেকে নেমেই ছুটে যান জংশন অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানে।

ঘটনাস্থলে গিয়ে মইনুল হোসেন বিপ্লব ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
এ সময় ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শাহজাহান বেপারী, রাজাপুর ইউনিয়নের সভাপতি রেজাউল হক চৌধুরী মিঠু, ইলিশা ইউনিয়নের আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি সোহরাওয়ার্দী মাষ্টার, সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুলসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে একটি দোকান থেকে আগুণের সূত্রপাত ঘটে, এতে প্রায় ২০ টি দোকান পুড়ে যায়।