ধামরাই উপজেলা চেয়ারম্যান এর বিভিন্ন ইউনিয়নে ২শ দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

0
121

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব বিস্তার রোধে সারা দেশে লকডাউন চলছে। যার কারণে কর্মহীন হয়ে পড়েছে দেশের অধিকাংশ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সেই ধারাবাহিকতায় ধামরাইয়ে করোনার প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে বিরামহীন ভাবে দিন-রাত রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এখনো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সমগ্র ধামরাই উপজেলা জুড়ে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, সেলোয়ার-কামিজ, গেঞ্জি) বিতরণ অব্যাহত রেখেছেন ধামরাইবাসীর পরিক্ষিত আপনজন ধামরাই উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।

এ’সময় উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন,- করোনা প্রকোপে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ মানুষরা যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তাই মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে তাদের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্যই আমাদের এ প্রয়াস। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই তাদের এ প্রয়াসের সার্থক হবে বলে মন্তব্য করেন করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বর্তমান সময়ে আমরা একটি সংকটকাল অতিক্রম করছি৷ তার সুদক্ষ নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এই সংকটকে অতিক্রম করতে পারবো। এক্ষেত্রে সাধারণ মানুষের উচিত হবে কঠোরভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকার প্রদত্ত দিক নির্দেশনা মেনে চলা। এসবের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।