একাদশ সংসদের দশম অধিবেশন ৮ নভেম্বর

0
215

আগামী ৮ নভেম্বর বসতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি বিশেষ অধিবেশন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ অধিবেশনের বিশেষ কিছু আয়োজনের প্রস্তুতি নিলেও করোনার কারণে সেটি হয়নি। যেহেতু করোনা এখনও চলমান রয়েছে। তাই করোনা মহামারীতে তরুণ সংসদ সদস্যদের উৎসাহ দিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবারের সংসদ অধিবেশন চলবে।

সংবিধান অনুযায়ী এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। তাই আগামী ৮ নভেম্বর ফের শুরু হতে যাচ্ছে দশম অধিবেশন। এর আগে ১০ সেপ্টেম্বর সংসদের নবম অধিবেশন শেষ হয়। ৬ সেপ্টেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এ অধিবেশনের কার্যদিবস ছিল পাঁচটি। এতে আইন পাস হয়েছে ছয়টি।