দূর্গাপুজা উপলক্ষে কেএমপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
78

অাহছানুল অামীন জর্জ, খুলনা প্রতিনিধি : বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে এবার শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বিধায় স্বাস্থ্যবিধি ও নিরাপদ সুরক্ষা দুরত্বের ওপরে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন সকলেই। এবারের দুর্গা পূজায় মন্দিরে একত্রে ১০জনের বেশি প্রবেশ না করাসহ ১২দফা নির্দেশনা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এছাড়া শারদীয় দূর্গোৎসব ও পুজায় অন্য আনুষ্ঠানিকতাও করতে হবে স্বাস্থ্যবিধি মেনে।

১১ অক্টোবর রবিবার বেলা ১১ টায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে দুর্গাপূজা উৎসব উদযাপনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন : – অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান , ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামানসহ কেএমপি’র সকল সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জবৃন্দ। এছাড়া সভায় খুলনায় কর্মরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, কেসিসি, পুলিশিং ফোরাম ও খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ থানা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

নির্দেশনার মধ্যে রয়েছে- অঞ্জলি ও আরতি অনুষ্ঠান (সপ্তমী, অষ্টমী, নবমী) টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা, মন্দিরের প্রবেশ পথে হাত ধোঁয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, মাস্ক পরিধান নিশ্চিত করা ও জীবানুনাশক স্প্রে করা, শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন পরিহার করা, নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবং একত্রে ১০ জনের বেশি মন্দিরে প্রবেশ করবে না। একে অন্যের থেকে ৩ ফিট দুরত্বে থাকবে।