জামায়াতকে ভোট দিলে জান্নাত পাওয়া’ শিরোনামের খবরে আপত্তি জানিয়ে ভোলায় সংবাদ সম্মেলন


ইয়ামিন হোসেন, ভোলা: জামায়াতকে ভোট দিলে জান্নাত পাওয়া’ শিরোনামের প্রতিবাদে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
১০ই জানুয়ারী সন্ধ্যায় ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যতে জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় শিরোনাম করেছে। জামায়াতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ শিরোনাম সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, জামায়াত কখনোই এ ধরনের বক্তব্য দেয়নি এবং সংবাদটি যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছে।
হারুনুর রশিদ আরও বলেন, গণমাধ্যমের উচিত বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা।
এ ধরনের শিরোনাম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনৈতিকভাবে একটি দলকে হেয় প্রতিপন্ন করার শামিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মোঃ আমির হোসেন, ভোলা শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতাউর রহমানপ্রমুখ।



