দিনাজপুর

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকা থেকে এক শিশু নিখোজ 

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকা থেকে মোঃ জাহিদুল ইসলাম সিফাত (১১) নামে এক শিশু নিখোজ হয়। গত ১৬ নভেম্বর ২০২৫ইং তারিখে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের শাহগ্রাম এলাকাথেকে জাহিদুল ইসলাম সিফাত বাড়ীথেকে বের হওয়ার পর আর বাড়ীতে ফিরে আসে নি।

সে গত ০৩ মাস আগে তার দুলাভাই মোঃ মোরশেদ আলম এর বাড়ীতে বেড়াতে আসে। তার প্রকৃত বাড়ী চট্রগ্রাম জেলা খাগড়াছড়ি, থানা: মানিক ছড়ি, ইউনিয়ন: জেগ্যছোলা, গ্রাম: কালাপানি, বরাইতলি।

বিভিন্ন জায়গায় তাকে খোজাখুজি করে এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলে নি। তার পরিবারের লোকজন তাকে খুজে না পাওয়ায় পার্বতীপুর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যাহার নং-১০৯০, তারিখ-১৯/১১/২০২৫ইং। কোন সহোদয় ব্যক্তি তার খোজ পেলে মোঃ আফরোজা আক্তার লাবন্য মোবাইল নং-০১৮৭৩৩৫৯৭৬১, ০১৮৭৩৩৫৯৭৬১ নম্বর এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

এই বিভাগের আরও সংবাদ