জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষে ছাত্রদল নেতার নাম জড়ানোর অভিযোগে সংগঠনের প্রতিবাদ


জবি প্রতিনিধি: গত ১০ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ইতিহাস ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রচারিত হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তাদের সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নন। বরং কিছু পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল নেতাদের নাম প্রচার করছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, “সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তা সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হয়। ঘটনায় উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।”
ছাত্রদল নেতাদের দাবি, “সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাদের সংগঠনের ছাত্রদের নাম ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানানো হয়।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে কোনো সহিংসতার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই।”
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



