রাজনীতি

৮ দলের সমাবেশ চলছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের যৌথ সমাবেশ চলছে। আজ দুপুর ২টা ৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

আজ মঙ্গলবার আন্দোলনের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশ হচ্ছে।

সমাবেশের জন্য পল্টন মোড়ের দক্ষিণ পাশের সড়কে দুটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। অন্য পাশের সড়কগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকরা।

ইতোমধ্যে মঞ্চের আশপাশে ও সংলগ্ন সড়কগুলোতে নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দলীয় পতাকা, প্রতীক ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন তারা।

আজকের সমাবেশে বক্তব্য দেবেন জামায়াতের আমির শফিকুর রহমানসহ আট দলের কেন্দ্রীয় নেতারা। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট কবে হবে—সেই বিরোধ মিটিয়ে দলগুলোকে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকার যে সাত দিনের সময় দিয়েছিল, তার শেষ দিন ছিল গতকাল সোমবার।

এই সাত দিনে সমঝোতার কোনো খবর সরকার কিংবা দলগুলোর তরফে আসেনি। এমনকি দলগুলোর মধ্যে এ নিয়ে একসঙ্গে বসার কোনো উদ্যোগও দৃশ্যমান হয়নি।

জামায়াতে ইসলামীর ভাষ্য, তারা আলোচনায় বসার জন্য বিএনপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু সাড়া মেলেনি।

অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে যতটুকু সমঝোতা, তা হয়ে গেছে। এ নিয়ে আলোচনার আর কোনো সুযোগ নেই। আর নতুন করে আলোচনায় বসতে হলে সেটার প্রস্তাব সরকারের তরফে আসতে হবে, কোনো দলের কাছ থেকে নয়।

গেল এক সপ্তাহে নিজেদের দাবির বিষয়ে কোনো পক্ষই নমনীয় হয়নি। নভেম্বরে গণভোটের দাবিতে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে নামা জামায়াত প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকিও দিয়ে রেখেছে।

এমন পরিস্থিতিতে আজকের এই সমাবেশে লাখো লোকের সমাগম ঘটানোর ঘোষণা দিয়ে রেখেছেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ।

গতকাল সোমবার বিকেলে সমাবেশের প্রস্তুতি নিয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আট দল বৈঠকে বসে। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আযাদ জানান, এই সমাবেশ থেকে সরকারকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় আট দল। তিনি বলেন ‘হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবেন।’

যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলো হলো- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এই বিভাগের আরও সংবাদ