নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির নতুন কমিটির দায়িত্বে সজিব–আরাফ


গতকাল সোমবার নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির ২০২৫–২৬ সেশনের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাক্তন নটরডেমিয়ান এবং বর্তমান জবিয়ানদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি পদে শাহবাজ খান সজিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আহাম্মেদ আরাফ। মোট নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
- সাংগঠনিক সম্পাদক (যৌথ) মোঃ মাহিম হোসেন ও ইবনে আহাদ।
- কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ।
- জনসংযোগ সম্পাদক রাফাজ হাসান রায়ান।
- দপ্তর সম্পাদক মোঃ মুজতবা রাফিদ।
- কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান, মোঃ জুলকারনাইন, মোঃ নাজমুল হক অনন্ত ও আরাফাত হোসেন তৌসিন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ আরাফ বলেন, “আমাদের এই সংগঠন বিগত দিনগুলোতে যেভাবে শিক্ষার্থীদের কল্যাণে এবং দেশের জরুরি মুহূর্তে আর্তমানবতার সেবায় কাজ করে এসেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন সফল হয়েছে।”
সংগাঠনের প্রধান উপদেষ্টা মোঃ মামুন ভুঁইয়া বলেন, “প্রতিবছর নির্বাচনের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব বাছাই করি; এতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত হয়। নটরডেমিয়ান সোসাইটি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক নয়—দেশের ক্রান্তিলগ্নে এটি সবসময়ই ইতিবাচক ভূমিকা রেখে এসেছে।”
সংগঠনটি সারাবছর সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমুখী ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করে।



