ঝিনাইদহ

ঝিনাইদহ পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে দিনটি পরিণত হলো শোকের দিনে। সোমবার (১০ নভেম্বর) শৈলকূপা ও কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

দুপুরে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আসাননগর এলাকায় বাসচাপায় নিহত হন মিরাজ হোসেন (২২)। তিনি হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও একটি প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলায় ট্রাকচাপায় প্রাণ হারান রফিক রেজা (৩৮)। তিনি শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে এবং মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে ঝিনাইদহে ফিরছিলেন মিরাজ হোসেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, রাতে কালীগঞ্জে ট্রাকের চাপায় রফিক রেজা গুরুতর আহত হন এবং পরে মারা যান।একদিনে দুই প্রান হারানোর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রাম।

এই বিভাগের আরও সংবাদ