কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: এম এ মালিক


০৯ নভেম্বর (রবিবার) সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।
সভায় তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি।”
এম এ মালিক বলেন, ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না। মতপার্থক্যের উর্ধে উঠে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “সিলেট-৩ নির্বাচনী এলাকা( বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা) এলাকার উন্নয়ন, সড়ক, হাসপাতাল, কলেজ, স্কুলের উন্নয়ন—সবকিছু নির্ভর করছে আমাদের নির্বাচনী বিজয়ের ওপর। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে উন্নয়নের জন্য, আগামী প্রজন্মের জন্য।”
সভায় উপস্থিত তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে এম এ মালিক আহ্বান জানান— আমরা জনগণের পক্ষে কাজ করব। আমরা শপথ নেব—ধানের শীষের জয় আমাদের জয়, খালেদা জিয়ার জয় ও তারেক রহমানের বিজয়।”
বক্তারা বলেন, “আজকের সভা থেকে বালাগঞ্জ বিএনপির নতুন অধ্যায় শুরু হলো। মতের ভিন্নতা থাকলেও লক্ষ্য এক—বেগম খালেদা জিয়া ও ধানের শীষের বিজয়।”
সভায় ইলিয়াস আলীর গুম ও ছাত্রদল নেতা সায়েম হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।
এম এ মালিক প্রতিশ্রুতি দেন, “আমি বালাগঞ্জবাসীর পাশে থাকব ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকি, আপনাদের উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য কাজ করব।”
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জাগিদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান।
মতবিনিময় সভায় সভাপতি ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী ও পরিচালনায় ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি সুফিয়া জমির ডেইজিসহ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।



