জাতীয়

জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল। বিজিবি সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সেখানে বলা হয়, ৭ ও ৮ নভেম্বর বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি দল অংশ নেয়।

চূড়ান্ত পর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ৮টি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি তাম্রপদক জয় করে।

অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রপদক অর্জন করে রানার-আপ হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মো. মোখলেছুর রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ ও বিজিবি জুডো দলের কোচ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ