ফুটবল

টানা দুই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা

চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে ১-০ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে দিয়েগো প্লাসেন্তের দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দোহায় মোহাম্মদ ঘানিম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে আলবিসেলেস্তে কিশোররা। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তিউনিসিয়ার গোলরক্ষক স্লিম বুয়াসকার অসাধারণ সেভে দলকে রক্ষা করেন।

থমাস ডে মার্টিসের নেয়া নিখুঁত চিপ শট পোস্টে লেগে ফিরে এলে গোলের সুবর্ণ সুযোগ হারায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে আর ব্যর্থ হয়নি আর্জেন্টাইনরা।

ম্যাচের ৬৬তম মিনিটে ডে মার্টিসের দ্রুত পাস থেকে মাঝমাঠ থেকে শুরু হওয়া ব্যক্তিগত দৌড়ের পর ফাকুন্ডো জাইনিকোস্কির নিচু শটে গোল আসে ম্যাচের একমাত্র ব্যবধানে।

এই জয়ে আর্জেন্টিনা গ্রুপ ডি থেকে ৬ পয়েন্ট নিয়ে নিশ্চিত করে নকআউট পর্বে স্থান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার তারা মুখোমুখি হবে ফিজির।

এই বিভাগের আরও সংবাদ