চট্টগ্রামশীর্ষ নিউজ
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৬


চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন ও প্রতিবন্ধী অটোরিকশাচালক মো. ইদ্রিস হত্যা, রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূল হোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাসহ রাউজান এলাকায় প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূল হোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জড়িতদের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।



