হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের জাহাজ জব্দ করেছে ইরান

0
126

ইসরায়েলের একটি কন্টেইনারবাহী জাহাজ জব্দ করেছে ইরানের আধাসামরিক বাহিনী বিপ্লবী গার্ডের নৌ-কমান্ডরা। জাহাজটি বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী থেকে জব্দ হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ‘ইরনার’ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দেশটির বিপ্লবী গার্ডের নৌ কমান্ডরা জাহাজটিতে অভিযান পরিচালনা করেছে। এমএসসি এআরআইইএস নামের জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা।

এর আগে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে অজ্ঞাত একটি দল। এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনার পর ইসরায়েল-ইরানের পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় পৌঁছাবে।

ইরানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলেন দখলদার ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হচ্ছে।