সুগারমিলে আগুন: প্রভাব পড়বে না বাজারে, সুরক্ষিত তিন গুদাম

0
79

এস আলম গ্রুপের রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে আগুনের ঘটনায় যা ক্ষতি তাতে বাজারে কোন প্রভাব পড়বে না বলেই মনে করছে কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর পারে প্রতিষ্ঠানটির চারটি গুদামের তিনটি একেবারেই সুরক্ষিত রয়েছে।

সোমবার আগুনে যে ক্ষতি হয়েছে তাতে সাধারণ ক্রেতাদের ওপর কোনো প্রভাব পড়বে না। এমনকি আসন্ন রমজানেও চিনির কোন সঙ্কট হবে না।

এরইমধ্যে প্রতিষ্ঠানটি সবকিছু গুছিয়ে নিয়েছে। দু’একদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত শেড ও যন্ত্র ঠিকঠাক করে উৎপাদনে যাবে কারখানা কর্তৃপক্ষ।

সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামে চিনি পরিশোধন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

অপরিশোধিত চিনিতে দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাতে আগুনের ভয়াবহতা বাড়লে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের সাথে সঙ্গে যোগ দেন সেনা, নৌ, বিমানবাহিনী এবং কোস্টগার্ডে সদস্যরা।

এদিকে, আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এটি নাশকতার ঘটনা কি না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে কল-কারখানা অধিদপ্তর।