নান্দাইলে বাল্য বিবাহ রোধে ইউএনও এরশাদের অভিযান, বরের কারাদণ্ড

0
102

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিয়ে করতে এসে বরকে জেলে প্রেরন করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন।

জানাযায়, পুরহরি গ্রামের জসিমউদদীনের মেয়ে স্কুল পড়ুয়া মনিরা (১৬) খাতুনের বিয়ে হচ্ছিল প্বার্শবর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে পায়েল মিয়ার(১৯) সাথে।
বিয়েটি বাল্যবিবাহ ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (৪ই আগস্ট) বিকালে বিয়ে বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন ।

বর-কনের জন্ম নিবন্ধন সহ আনুষাঙ্গিক বিষয়াদি পর্যালোচনা করে বিয়েটি বাল্যবিবাহ বলে প্রমাণিত হওয়ায় বরকে ১৫ দিনের কারাদণ্ড ও কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, নান্দাইলে কোন বাল্যবিবাহ হতে দেয়া যাবে না। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এধরণের অভিযান চলমাণ থাকবে।