“অর্থের অভাবে বশেমুরবিপ্রবির ছাত্রীর জীবন সংকটে “

0
132

অর্থের অভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী তাসলিমা সিদ্দিকা রিমুর জীবন সংকটে।
জানা যাই গত ১৭ জুলাই হার্টের সমস্যার কারণে ঐ শিক্ষার্থী কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো।

কিন্তু গত দুইদিন ধরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়ে পরে৷আর এ জন্য দরকার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা।
রিমুর বড় আপু রমানা ইয়াসমিনের সাথে কথা বলে জানা যাই যে ” কক্সবাজারের সদর হাসপাতালে রিমু গত ১৫ দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় ছিলো। কিন্তু হঠাৎ তার অবস্থা অবনতি ঘটলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়৷যার জন্য প্রয়োজন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। যা আমাদের জন্য এই মুহুর্তে সম্ভব নয় “।

রিমুর বড় আপু আরো জানান” পরিবার ও আত্নীয়স্বজন থেকে সামান্য কিছু টাকা জোগাড় করছি যা দ্বারা চিকিৎসার খরচবহন করা অসম্ভব।

সাহায্য পাঠানোর জন্য বিকাশ নাম্বার :
রিমু বড় বোন রুমানা ইয়াসমিন
০১৮৪২-৫৩১৮৩৫
০১৩০৩-১৬৪৫৫০