শ্রীনগরে জন নিরাপত্তায় পুলিশের চেকপোস্ট

0
160

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়তি জন নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থায় আছে। শনিবার সকাল থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তার ওভার ব্রিজের সামনে শ্রীনগর থানা পুলিশ জন নিরাপত্তায় চেকপোষ্ট বসায়।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা একাজে নিয়োজিত আছেন। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার পরির্দশন করেন।

ওসি আমিনুল ইসলাম জানান, জন নিরাপত্তার কাজে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। যে কোন নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।