পদত্যাগ করছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

0
120

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’ পত্রিকাকে তিনি বলেছেন, মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় এ পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেন ওয়ালেস। একাধারে তিন প্রধানমন্ত্রীর আমলে দায়িত্ব পালন করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে সাড়া দিয়েছে, তার মুখ্য ভূমিকায়ও ছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী সাধারণ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। তবে সময় শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিয়ে উপনির্বাচনের পটও প্রস্তত করবেন। আগামী সেপ্টেম্বরেই হতে পারে মন্ত্রিপরিষদের পরবর্তী রদবদল। তবে নির্দিষ্ট কোনও তারিখ এখনও জানা যায়নি। বেন ওয়ালেস জানিয়েছেন পদত্যাগ করে তিনি পরিবারকে সময় দিতে চান।