গ্রিসে ট্রেন দুর্ঘটনা ‘মর্মান্তিক মানব ত্রুটি’ , পরিবহনমন্ত্রীর পদত্যাগ

0
110

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষকে ‘মর্মান্তিক মানব ত্রুটি’ বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। যাত্রী এবং মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনাস্থল মঙ্গলবার রাতে পরিদর্শন করার পর প্রধানমন্ত্রী কিরিয়াকোস এ কথা বলেন। এই দুর্ঘটনায় অন্তত ৪৩ জনের প্রাণহানি হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় পদত্যাগ করেছেন গ্রিসের পরিবহনমন্ত্রী।

লরিসা শহরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি টানেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মালবাহীর ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রেনের। ট্রেনটিতে ৩৫০ জনের বেশি আরোহী ছিলেন। তারা রাজধানী এথেন্স থেকে থেসালোনিকির দিকে যাচ্ছিলেন।

কেন দুটি পরিষেবা একই ট্র্যাকে চলছিল তা এখনও স্পষ্ট নয়। জীবিতদের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলগুলো।

সিগন্যালিংয়ের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, প্রযুক্তিগত ব্যর্থতার জন্য দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল পরিদর্শন করার পর গ্রিক প্রধানমন্ত্রী মিসোটাকিস বলেন, “সবকিছুই (আলামত) ‘একটি দুঃখজনক মানব ত্রুটিকে” নির্দেশ করে। আইন অনুযায়ী বিচার হবে। জনগণের কাছে অবশ্যই সরকার জবাবদিহি করবে।’

এদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস বলেছেন, ‘যখন এত দুঃখজনক কিছু ঘটে, তখন দায়িত্ব চালিয়ে যাওয়া কঠিন।’

ট্রেড ইউনিয়নগুলো বলছে, সংঘর্ষের একাধিক কারণ রয়েছে। দুর্ঘটনাটি দীর্ঘস্থায়ী ঘাটতিগুলোকে সামনে নিয়ে এসেছে।