আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

0
222

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

সফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় এই স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্য কার্যক্রম শুরু করবে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার ভাবিক রয়েছে।