মানিকগঞ্জে যানজট নিরসনে পুলিশী অভিযান

0
172

মোহাম্মদ জহিরুল ইসলাম , মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিং এবং জেলা শহরে প্রবেশ পথের দু’পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নেতৃত্বে জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে যাত্রি-উঠানামা ও দীর্ঘসময় অনির্ধারিত স্থানে পার্কিং করে রাখায় দুটি যাত্রিবাহী বাস রেকার দিয়ে সড়ানো হয়।

এছাড়া শহরে প্রবেশ পথের দু’পাশে যানজট সৃষ্টিকারি সিএনজি অটো রিকসা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সদর থানার ওসি আব্দুর রউফ সরকার ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কে এম মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম বার) বলেন, যানজট নিরসন ও দীর্ঘদিন যাবত রাস্তার উপর গজিয়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে এ অভিযান চালানো হয়। পূনরায় যেন অবৈধ দোকানপাট বসতে না পারে এজন্য একটি শক্তিশালী মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করবে।