২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন

0
131

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।

জানা গেছে, আজকের সভা থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে।