রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন আইএইএ মহাপরিচালক

0
220

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন সফরের আশা করছেন। জাপোরঝি পরমাণু বিদ্যুত কেন্দ্রের সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে তিনি এ সফরে যাচ্ছেন। খবর তাস’র।

আইএইএ’র জেনারেল কনফারেন্সের ৬৬তম বার্ষিক অধিবেশনের ফাঁকে এ বিষয়ে বার্তা সংস্থা তাসের সংবাদদাতার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই এ সফর হতে যাচ্ছে। চলতি সপ্তাহে আমরা এ সফরের আশা করছি।’

এ বিদ্যুত কেন্দ্রের চারদিকে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে আলোচনার অগ্রগতির বিষয়ে মন্তব্যে আন্তর্জাতিক এ সংস্থার প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এক্ষেত্রে অগ্রসর হচ্ছি।’

এর আগে গ্রোসি সম্মেলনের ফাঁকে রোসেতম সিইও আলেক্সি লিখাচেভের সঙ্গে সাক্ষাত করেন এবং জাপোরঝি এনপিপি’র চারদিকে একটি সুরক্ষা জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আইএইএ প্রধান মনে করেন, পরমাণু দুর্ঘটনার ঝুুঁকি কমানোর ব্যাপারে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ সম্মেলনে গ্রোসি তার ভাষণে উল্লেখ করেন যে তিনি এ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সাথে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছেন।