সীতাকুণ্ডে এক সপ্তাহ পর একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার

0
298

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে কনটেইনারের পাশ থেকে ওই মরদেহের তিন খণ্ড উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ নিয়ে এ ঘটনার এক সপ্তাহ পরেও আরও একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হলো।

জানা যায়, দুপুরে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করার সময় একজনের শরীরের দেহবাশেষ পড়ে থাকতে দেখে। এরপর সিআইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা গাউসিয়া কমিটির সদস্যরা শরীরের তিনটি অংশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গত ৪ জুন রাত ৮টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে ৭২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০ কর্মীসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ৪ শতাধিক।