এক ঘন্টায় জাতির শ্রেষ্ঠ সন্তানসহ পঁচিশ পরিবারের স্বপ্নভঙ্গ

0
80

আশিকুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি : প্রায় নদীগর্ভে বিলীন হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তান কালিহাতীর বেলটিয়া
এলাকার মুক্তিযোদ্ধা বাহাজ উদ্দীন আকন্দের বীর নিবাসটি।

বেশ কয়েক বছর আগে অনেক কষ্টে নয় শতক জমি কেনেন তিনি। বছর পাঁচেক আগে সেখানে বীর নিবাসটি তৈরি করে দেয় সরকার। নদী অনেক দূরে থাকায় এতদিন স্বস্তিতে থাকলেও এক ঘন্টায় প্রলয়ে দিশেহারা বয়সের ভারে অন্ধ এই বীর সন্তান।

তিনি বলছেন,সরকারের দেয়া ঘর ও জমি নদী গর্ভে বিলিন হওয়ায় এখন তার রাস্তায় থাকা ছাড়া কোন গতি নেই। তাই সরকারের কাছে জমিসহ ঘরের দাবি জানিয়েছেন তিনি। টাঙ্গাইলে কালিহাতীর বঙ্গবন্ধু সেতু পূর্ব রক্ষা দ্বিতীয় গাইডবাঁধে
ভাঙনের কবলে পড়ে মাত্র এক ঘন্টার ব্যবধানে স্বপ্নভঙ্গ হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানসহ ২৫টি পরিবারের দেড়শতাধিক মানুষের। শনিবার মধ্যে রাত থেকে গৃহহীন হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন তারা। এজন্য
দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডের গাফলতিকে। তবে কোন ধরনের গাফলতি দেখছেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্থরা বলেন, রাত সাড়ে ১২টার দিকে হটাৎ করে নদী ভাঙন শুরু হয়। কোন কিছু বোঝার আগেই সব কিছু নদী গর্ভে চলে যায়। কোন কিছুই তুলতে পারেননি তারা। তারা বলেন, প্রায় দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ডের এখানে কাজ করার কথা ছিলো। তখন তারা কাজ করলে আজ আমাদের এতোগুলা মানুষ ঘর-বাড়ি ছাড়া হতাম না। শুধু মাত্র তাদের গাফিলতির কারনেই এই দুর্ভোগে সুষ্টি হয়েছে বলছেন ক্ষতিগ্রস্থতা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, নদী ভাঙ্গনের খবর শুনে আমরা এখানে অস্থায়ী ভাবে কাজ শুরু করেছি। স্থায়ী বাঁধ নির্মানের জন্য ব্লগ বানানো হয়েছে।পানি
কমে গেলেই আমরা কাজ শুরু করবো। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগীতার আশ্বাস দিলেও
পানি উন্নয়ন বোর্ডের কোন গাফিলতি দেখছেন না বলে জানিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড অন্য জায়গায় জিওব্যাগ ফেলছে। তারা বুঝতে পারেনাই এখানে ভাঙন শুরু হবে। বুঝলে তারা এখানে ফেলতো। তাহলে হয়তো এই ক্ষতিটা হতোনা। যেখানে তারা বুঝতে পারছে তারা সেখানোই জিওব্যাগ ফেলে ভাঙন রোধ করার কাজ করে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কোন গাফিলতি দেখছেন না টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খাঁন সোহেল হাজারী । তিনি বলেন, স্থায়ী বাঁধের জন্য ২শত ৪১কোটি টাকার টেন্ডার হয়েছে। ব্লগ
বানানো কাজ চলছে। পানি কমলেই দ্রুত কাজ শুরু করা হবে। তিনি আরোও বলেন,যে মুক্তিযোদ্ধার বাড়ি নদীতে ভেঙে গেছে,তাকে আবারো বাড়ি করে দেয়ার ব্যবস্থা করা হবে।

সম্প্রতি বঙ্গবন্ধু সেতু পূর্ব রক্ষা দ্বিতীয় গাইড বাঁধটির গরিলাবাড়ি থেকে বেল‌টিয়া পর্যন্ত প্রায় ৩০‌ কো‌টি টাকা ব‌্যা‌য়ে ৫০০ মিটার বাঁধের নির্মাণ কাজ শেষ করেন শহীদ ব্রাদার্স না‌মের এক‌টি ঠিকাদারী প্রতিষ্ঠান।