ভোলায় ঈদ করতে এসে নিখোঁজ হওয়া আকাশের লাশ উদ্ধার

0
109

ইয়ামিন হোসেন, ভোলা প্রতিনিধিঃ স্বজনদের সাথে ভোলায় ঈদ করতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া আকাশের ১৭ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ইলিশা হাজিকান্দি এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে মর্গে পাঠালে আকাশের স্বজনরা খবর পেয়ে লাশ দেখে আকাশ কে শনাক্ত করেন।

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন পুলিশ।