রমজানের প্রথম দিনেই গ্যাস সঙ্কটে রাজধানীবাসী

0
111

রমজানের প্রথম দিনেই গ্যাস সংকটের কারণে ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই রাজধানীবাসী। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার দুপুরের পর রাজধানীর গ্রিন রোড, ক্রিসেন্ট রোড ও ধানমন্ডি এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিভু নিভু করে জ্বলে চুলা। ফলে ইফতার তৈরি করতে ভোগান্তি হয়। এসব এলাকার অনেকেই দোকান থেকে কিনে আনে ইফতার।

ধানমন্ডি এলাকার বাসিন্দা আব্দুল রহিম জানান, দুপুরের থেকেই বাসায় গ্যাস কম ছিল। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব না হওয়ায় দোকান থেকে ইফতার কিনতে হচ্ছে।

রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা কাফি কাদরি বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দেই, কিন্ত রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো।