শ্রীনগরে এইচএসসিতে জিপিএ-৫ মোট ৩৯টি

0
131

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে এইচএসসি-২০২১ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ৩৯টি। এর মধ্যে শ্রীনগর সরকারি কলেজ জিপিএ-৫ পায় ২৯টি। এছাড়া আর্দশ ডিগ্রী কলেজ ৮টি ও রাঢ়িখাল স্যার জেসি বোস ইনষ্টিটিউশন ২টি জিপিএ-৫ পেয়েছে।

উপজেলার ৭টি কলেজের ১৯৭২ জন অংগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় পাশ করে ১৯০২ জন। মোট পাশের হার ৯৬.৪৫%।

অপরদিকে উপজেলার ২টি মাদ্রাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহন করে। এছাড়াও সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনষ্টিটিউশন থেকে ৩১ জন পরীক্ষার্থী (বিএম) পরীক্ষায় অংশগ্রহন করে। পাশের হার শতভাগ। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোন জিপিএ-৫ পায়নি। রোববার বিকালে শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী এসব তথ্য নিশ্চিত করেন।