বিডিএসএফ এর দিনাজপুর জেলা কমিটি গঠন

0
100

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ  প্রতিনিধিঃ দিনাজপুর জেলা কমিটির সভাপতি দৈনিক বাংলা সময় এর দিনাজপুর জেলা প্রতিনিধি যাদব চন্দ্র রায়।সহসভাপতি, দৈনিক গণকন্ঠ ঢাকা বীরগঞ্জ প্রতিনিধি রনজিৎ সরকার রাজ মঞ্জু হোসেন,মো ফরহাদ রহমান, চন্দন মিত্রা। সাধারন সম্পাদক, একরামুল হক চঞ্চল।

সাংগঠনিক সম্পাদক মো আব্দুল কুদ্দুস বাদল। সহ সাংগঠনিক সম্পাদক, মো লোকমান চৌধুরী। দপ্তর সম্পাদক, মো হারুনুর রশিদ, কোষাদক্ষ জাদব চক্ক্রবতী। সিনিয়র নিরবাহী সদস্য মোরসালিন বাবলা। স্টাপ চৌধুরী দিনাজপুর এক্সপ্রেস, ফান বাংলা পারব্তীপুর প্রতিনিধি।। এবং ১৭ জন সদস্য নিয়ে ঈউঈ কায্লায়ে এই কমিটি গঠন করা হয়।