৭ দিনে মোট শনাক্তের ৮৩ শতাংশই ঢাকার

0
102

গত সাতদিনে দেশে ৩ হাজার ২১৩ জনের শরীরে শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৭৭ জন মহানগরসহ ঢাকা জেলার বাসিন্দা। অর্থাৎ মোট শনাক্তের ৮৩ শতাংশই ঢাকা। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনের তথ্য বিশ্লেষণে এ পরিসংখ্যান জানা গেছে।

২ জানুয়ারি বিশেষ বুলেটিনে দেখা গেছে, দেশে ৫৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরসহ ঢাকা জেলার বাসিন্দা ৪৭৭ জন। ১ জানুয়ারি দেশে মোট ৩৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্যে ৩২৭ জন ঢাকা জেলার।

২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশে ৫১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪১৭ জন ঢাকা জেলার বাসিন্দা। ৩০ ডিসেম্বর দেশে ৫০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪১৯ জন ঢাকা জেলার। ২৯ ডিসেম্বর ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪১১ জন ঢাকা জেলার বাসিন্দা। ২৮ ডিসেম্বর দেশে ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩২০ জন ঢাকা জেলার বাসিন্দা। ২৭ ডিসেম্বর দেশে ৩৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩০৬ জন ঢাকা জেলার বাসিন্দা।