গুলশানে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার- চোরাই মালামাল উদ্বার

0
115

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর গুলশান থানা এলাকা থেকে দামি আইফোন, ঘড়ি সহ বিপুল পরিমান চোরাইকৃত মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিজান (২০), মোঃ উজ্জল মিয়া (২৬) ও মোঃ তাজুল ইসলাম লিটন (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি আইফোন, প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৩টি বিদেশী হাত ঘড়ি ও চোরাই মাল বিক্রি বাবদ নগদ এক লক্ষ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত ১টি গ্রীল কাটার রেঞ্চ উদ্ধার করা হয়।

আজ বুধবার ডিএমপি জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিঞ্জপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৮ জুন গুলশানের বারিধারার পার্ক রোডের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ জুন গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়।

পরবর্তীতে ওই মামলাটির তদন্ত শুরু করে ডিএমপি গুলশান থানা পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে মোঃ মিজানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ রাজধানীর ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় থেকে মোঃ উজ্জল মিয়া ও মোঃ তাজুল ইসলাম লিটনকে গ্রেফতার করে পুলিশ।