জাতিসংঘ থেকে ফিরে করোনাক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে

0
103

এবার করোনাক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে তিনি করোনাক্রান্ত হন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় প্রতিনিধি দলের আরও দু’জন করোনাক্রান্ত হয়েছেন। বলসোনারোর ছেলে সে দেশের আইনপ্রণেতা এদুয়ার্দো বলসোনারো (৩৭) টুইটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর কোভিড-১৯ আক্রান্ত হন। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনাক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক। তিনি জাইর বলসোনারোর আগে নিউইয়র্ক যান।

এদিকে নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে বলসোনারো মাস্ক ছাড়াই অংশ নেন। এছাড়া টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন।

ব্রালিজিলিয়ান প্রতিনিধি দলকে সাথে নিয়ে বলসোনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিজ্জা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন। নিউইয়র্ক থেকে ফিরে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশানে চলে যান। কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন।