সাংবাদিক গেনুর চিকিৎসা সহায়তার লক্ষ্যে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

0
101

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে দৈনিক সংবাদ ও দৈনিক জাহানের প্রতিনিধি নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান খান গেনুর উন্নত চিকিৎসা সহায়তার লক্ষ্যে রোববার উপজেলা সদর ডাক বাংলোতে সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইলে কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান ভূইয়া বাবুল। নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় মরহুম জননেতা রফিক উদ্দিন ভুইয়ার নাতি সাংবাদিক গেনুর বর্তমান শারীরিক অবস্থা ও এর উন্নত চিকিৎসাকল্পে করণীয় বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক অরবিন্দ পাল অখিল, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া,কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী, প্রেসক্লাব নান্দাইলের সাধারন সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল, আবুল খায়ের হিমেল, আশরাফুল আলম জালাল, আজিজুল হক প্রমুখ।

এছাড়া নান্দাইলে কর্মরত দৈনিক প্রথম আলোর প্রতিনিধি রমেশ কুমার পার্থ, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাইদুর রহমান, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক শামছুজ্জামান বাবুল, এইচ এম সাইফুল্লাহ, নুরে আলম সিদ্দিকী, শাহজাহান ফকির, আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম মোড়ল, মাহবুব আলম, শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় অসুস্থ সাংবাদিকের উন্নত চিকিৎসার জন্য তহবিল গঠনে সাংবাদিক গেনুর ব্যাক্তিগত বিকাশ একাউন্ট নং (০১৭২৬-৫৬৪০১৪) ও তার স্ত্রী নাসরিন সুলতানার নামে বাংলাদেশ কৃষি ব্যাংক মোয়াজ্জেমপুর শাখার সঞ্চয়ী হিসাব নং (২৪৮৬) ব্যাবহার করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।