ধুলিহরে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে নন-ফুড বিতরণ

0
99

শামছুজ্জামান আকাশ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর ধুলিহরে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরা শাখার সৌজন্যে নন-ফুড আইটেম বিতরণ কর্মসূচী সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে।

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও রেড ক্রিসেন্ট ইউনিটের স্বক্রিয় সদস্য শেখ আঃ রশিদের সভাপতিত্বে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার (৯ জুন) সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম উপস্থিত থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে জন প্রতি ৬ হাজার টাকার বেশি মূল্যের নন-ফুড সামগ্রী বিতরণ করেন।

নন-ফুডের মধ্যে ছিলো, গোসল করার সাবান ১২ টি, কাপড় ধোয়ার সাবান ৮টি, স্যানিটারি প্যাড ১ প্যাকেট, টয়লেট টিস্যু ৫টি রোল, টয়লেট ব্রাশ ১টি, নখ কাটার যন্ত্র ১টি, টুথপেস্ট ২টি, টুথব্রাশ ৫টি, হাত ধোয়ার তরল সাবান ১টি, হাত ধোয়ার তরল সাবান (রিফিল প্যাকেট) ২টি, নারিকেল তেল ১ বোতল, চিরুনি ১টি, তোয়ালে ১টি, ত্রিফল ১টি, পানির জ্যার ১টি, ঘর তৈরির যাবতীয় যন্ত্রাংশসহ বিভিন্ন সামগ্রী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ, সদস্য মোঃ ডাবলু, কর্মকর্তা হায়দার আলী, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমুখ।

এছাড়াও ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান, বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ, ইউপি সদস্য আনিছুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলীসহ রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরা শাখার একাধিক স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা খুব দ্রুত ক্ষতিগ্রস্থদের জন্য নগদ অর্থ প্রদানের আশ্বাস দেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আজাহারুল ইসলাম ।