দ্বিতীয় টেস্টের আগে ছিটকে গেলেন উইলিয়ামসন

0
95

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও সিরিজের ফাইনাল টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে এজবাস্টন টেস্টে নামা হবে না তার। উইলিয়ামসনের বদলে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

কনুইয়ের চোটের কারণে মাঠে নামতে পারবেন না কিউই অধিনায়ক। ব্যথা কমাতে তাকে ইনজেকশনও নিতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে নামতে না পারলেও সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। এ ব্যাপারে নিশ্চিত নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

দলীয় অধিনায়কের চোট প্রসঙ্গে কোচ গ্যারি স্টিড জানান, ‘উইলিয়াম কেনের পক্ষে টেস্ট না খেলার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। কিন্তু আমরা মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত। ব্যাটিংয়ের সময় কনুইতে ব্যথা অনুভব করেন। যার জন্য তাকে ইনজেকশন নিতে হয়েছে। আশা করছি পর্যাপ্ত বিশ্রামে দ্রুত সেরে উঠবে সে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে না খেলানের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশাবাদী যে ১৮ জুনের আগে পুরোপুরি প্রস্তুতি হবে সে।’