জামালপুরে ৫৯টি নমুনা পরীক্ষায় ৩জন করোনা আক্রান্ত, মোট সনাক্ত ৩৫৩জন

0
72

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৮ জুন ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে ময়মনসিংহ ল্যাবে ৫৯ নমুনা পরীক্ষায় আরও মোট ৩ জন (মাদারগঞ্জ ১, মেলান্দহ ১, সদর ১) কোভিড -১৯ করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত হলো ৩৫৩জন। এর মধ্যে সরিষাবাড়ী উপজেলায় ৩১, মেলান্দহ ৫৬, মাদারগঞ্জ ২২, বকশীগঞ্জ ৪৩, দেওয়ানগঞ্জ ২৭, ইসলামপুর ৬৭ এবং জামালপুর সদরে ১০৭ জন। ৯জুন মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।

সর্বশেষ সুস্থ ৫ (সদর), সর্বমোট সুস্থ ১৫৬ জন (৩ জন রেফার্ডকৃত সুস্থ সহ)।
সর্বশেষ মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ২ জন – ইসলামপুর)।
সর্বশেষ রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ০।
সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ৫৯।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৫৯।
সর্বশেষ নমুনা সংগ্রহ ১৩৮, মোট নমুনা সংগ্রহ ৪১৮৪।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৭, ছাড়পত্র ১১৩।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৬১, ছাড়পত্র ৪০।
মোট হোম কোয়ারান্টাইন ১৫৬০, মোট ছাড়পত্র ১৩৯০, বর্তমানে মোট অবস্থান ১৭০।