করোনা মহামারীতে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাত্রা।

0
77

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। নেই কোনো আয়-রোজগারের পথও। বিভিন্ন সময় সাধারণ মানুষের জন্য সরকারি বরাদ্দ আসলেও প্রতিবন্ধীদের খোঁজ কত জনই বা নেয়। করোনার এই ক্লান্তিলগ্নে এসব অসহায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের জন্য গাইবান্ধা জেলা প্রশাসক কর্তৃক ১২০ জন অসহায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের দের মাঝে চাল বিতরণ করা হয়

সোমবার দুপুরে রামচন্দ্রপুর এ. আর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়।গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলী আকবর মিয়া।

আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির সভাপতি মোঃ রেজওয়ান মিয়া, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছাঃ শাকমিন খাতুন সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।এসময় প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে সকল ধরনের সমস্যায় তার সাহায্য-সহযোগিতা অব্যহত থাকবে।