শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নান্দাইলে মানববন্ধন

0
123

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রবিবার (৬ জুন) সকাল ১১ঘটিকায় নান্দাইল চৌরাস্তা প্রেসক্লাবের সামনে নান্দাইল উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের পক্ষ হতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। দীর্ঘদিন হল–ক্যাম্পাস বন্ধ থাকায় বিভিন্ন কারণে শিক্ষার্থীরা ইতিমধ্যে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। আসক্ত হচ্ছে বিভিন্ন অনলাইন ভিত্তিক গেমসে। শিক্ষার্থীদের মধ্যে জন্ম নিয়েছে অশিক্ষা, অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। একই সাথে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষায় নেমে এসেছে স্থবিরতা।

নান্দাইল উপজেলা সকল শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধন কর্মসূচির সমন্বয় করেন ছাত্রলীগ নেতা, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের শিক্ষার্থী সাইদ হাসান, মনিরুল হাসান নাঈম, পিয়াস,রিজন, রামীম।

কর্মসূচির সমন্বয়ক বলেন, ‘করোনার কারনে আমাদের ঘরে বন্দি রাখা হয়েছে, যা আরও ভয়ঙ্কর ও মানসিক ঝুঁকির কারণ। গবেষণায় উঠে এসেছে ঘরে আবদ্ধ থাকলে মানুষের শরীরের রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস পায়। রোগ আরও দ্রুত কাবু করতে পারে।’ তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে আকুল আবেদন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজ–বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।