জোন ভিত্তিক লকডাউন প্রস্তাবে প্রধানমন্ত্রীর সম্মতি

0
100

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে জোন ভিত্তিক লকডাউন প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে লাল, হলুদ ও সবুজ জোন করে লকডাউন ঘোষণার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে অনুমোদনের বিষয়টি আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জোন ভিত্তিক লকডাউনের বিষয় মন্ত্রিসভায় আলোচনা না হলেও মন্ত্রী (স্বাস্থ্যমন্ত্রী) মহোদয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমাদের যে সংক্রামক ব্যাধি আইন আছে, এটা সেই আইনের মধ্যে দেয়া আছে। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর অথরাইজড।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বিসয়টিতে সম্মিতি দিয়েছেন। আইনটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তা ভাবনা হচ্ছে এটা সারা পৃথিবীতে করা হচ্ছে। এটাতে সুবিধা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি, তারা বসেই যদি মনে করে কোনো জায়গাটাকে…. রেড জোন ডিক্লেয়ার করলে সবার জন্যই ভালো, কারণ সবাই তখন সতর্ক হতে পারবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে সেই এলাকাকে যদি স্পেশালি নিয়ন্ত্রণে নেয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন গতকালই।’