মুড়ির দাম কমবে

0
147

২০২১-২২ অর্থবছরের বাজেটে মুড়ির ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে মুড়ির প্যাকেটজাত কোম্পানিগুলোর পাশাপাশি গ্রাহকদের জন্যও এটি সুখবর। কারণ বাজারে এখন যে দামে প্যাকেটজাত মুড়ি বিক্রি তা আগামীতে দাম কমতে পারে। শুধু যে প্যাকেটজাত মুড়ির দাম কমবে তা নয়, খোলা মুড়ির দাম বাজারে কমতে পারে।

বৃহস্পতিবার (০৩ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২২ সালের বাজেট অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্যাকেটজাত মুড়ির উৎপাদন পর্যায়ে মুড়ির ভ্যাট অব্যাহতি দেয়ায় এটি ভোক্তা পর্যায়ে গিয়ে কমবে। এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।