জিম্বাবুয়ে সফরে কোয়ারেন্টিন বাড়ছে টাইগারদের

0
91

করোনা পরবর্তী ক্রিকেটে নতুন অভিজ্ঞতা হচ্ছে খেলোয়াড়দের। মহামারী চলাকালে একেক দেশে একেক রকম কোভিড প্রোটোকল মানতে হচ্ছে। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হয়েছিল। অন্যদিকে শ্রীলঙ্কায় তিনদিন পরই নিজেদের মধ্যে অনুশীলনে বাধা ছিল না টাইগারদের। আসন্ন জিম্বাবুয়ে সফরে ৫ থেকে ৭ দিনের কোয়ারেন্টিন করতে হতে পারে তামিম-সাকিবদের।

বুধবার (২ জুন) শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বিষয়টি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে তা হলো স্বাভাবিকভাবে ৫-৭ দিনের কোয়ারেন্টিন রয়েছে। আমরা সেই হিসেব করেই কাজ করছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি আর কোনও পরিবর্তন এলে এর আওতায় আনা হবে।’

আগামী ২৯ জুন বাংলাদেশ ছাড়বে টাইগাররা। জিম্বাবুয়ের মাঠে ১ টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। জুলাই জুড়ে মাঠে গড়াবে ম্যাচগুলো।