ইউটিউবে ভিউ বাড়াতে বেলুনে কুকুর উড়িয়ে আটক যুবক

0
129

হাইড্রোজেন গ্যাস বেলুনের সঙ্গে কুকুরকে বেঁধে ওড়ানোর ভিডিও করে পশুপ্রেমীদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতের রাজধানী দিল্লির এক ইউটিউবার। পশু নির্যাতনের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতারও করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ওই ইউটিউবার চেয়েছিলেন মজার ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলের দর্শক বাড়ানো।

তাকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই যুবকের নাম গৌরব জন। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলের জন্য নানা রকম ভিডিও করেন তিনি। সম্প্রতি এমনই এক ভিডিও করেই গ্রেফতার হতে হয়েছে তাকে। অভিযোগ জমা দেওয়া হয়েছে তার মায়ের বিরুদ্ধেও।

পুলিশ আরও জানায়, গৌরব হাইড্রোজেন ভর্তি বেলুনে বেঁধে তার পোষা কুকুরকে হাওয়ায় ওড়াতে চেয়েছিলেন। কুকুরটির নাম ডলার। এই কাজে গৌরবকে সঙ্গ দেন তার মা। ভিডিওতে দেখা যায়, অনেকগুলি হাইড্রোজেন ভর্তি বেলুনে বাঁধা রয়েছে কুকুরটি। হাতের দড়ি আলগা করে আস্তে আস্তে কুকুরটিকে হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন তারা।

এই ভিডিও ইউটিউব আপলোড হওয়ার পরই তাদের বিরুদ্ধে দিল্লির মালবীর নগর থানায় অভিযোগ দায়ের হয়। এরপর গ্রেফতার হন গৌরব। পরে অবশ্য ভিডিওটি মুছে দিয়েছেন তিনি এবং অন্য একটি ভিডিওতে ক্ষমাও চেয়েছেন।